• লিড নিউজ
  • রাজনীতি

আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালায় দেন: ইশরাক হোসেন

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে সমর্থকদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

আজ মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে ইশরাক হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার ও আসিফ ভূঁইয়াকে বলবো, প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালায় দেন। কিন্তু আমার পক্ষে দাঁড়ানোর জন্য আর একজনের বুকে ছুরি চালাবেন না।

এর আগে আজ (মঙ্গলবার) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে ইশরাক হোসেন অভিযোগ করেন, নগর ভবনে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে নাগরিক সেবা ব্যাহত করা হয়েছে। এ ঘটনার মাধ্যমে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ শান্তিপূর্ণ এই আন্দোলন চিরতরে বানচাল করে দেওয়া। এর পেছনে ষড়যন্ত্রকারী যে বা যারাই হোক তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

ফ্যাসিস্টদের দোসররা হামলা চালিয়েছে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, আন্দোলনকারীদের অনুরোধ জানিয়ে যখন নাগরিক সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়, তখন থেকেই আমার প্রতিপক্ষরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা শুরু করে। সব বাধা অতিক্রম করে সেবা চালু করা হয়।

তিনি আরও বলেন, গত দুই দিন ধরে সুন্দরভাবে সেবা কার্যক্রম অব্যাহত থাকার কারণে নগরবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। এটি আমাদের প্রতিপক্ষ সহ্য করতে না পেরে নতুন কায়দায় নিজেদের চক্রান্ত বাস্তবায়ন করে।

মন্তব্য (০)





image

খুঁটির জোর যাই হোক, তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে নাঃ ...

নিউজ ডেস্কঃ কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন জামায়...

image

জনপ্রতিনিধিরা হবেন জনগণের সেবক: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা জ...

image

বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চলছে: রাশেদ খান

নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সরকারের দা...

image

তাদের আমি কখনো ক্ষমা করবো না: উমামা ফাতেমা

নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের পদ ছেড়েছেন উমামা ফাতেমা। ...

image

চীনের ক্ষমতাসীন দল তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে: মির্জ...

নিউজ ডেস্কঃ চীন সফরে দেশটির ক্ষমতাসীন দল সিপিসি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার...

  • company_logo