• সমগ্র বাংলা

মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় মো. রাফি চৌধুরী (১৯) ও মো. বাপ্পি (২০) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাফি চৌধুরী চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বাদামতল বহদ্দারহাট এলাকার নাজিম উদ্দিন লিটনের পুত্র ও মো. বাপ্পি একই এলাকার মো. বাবুলের পুত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মো. রাফি চৌধুরী ও মো. বাপ্পি তাদের আরো কয়েকজন বন্ধুসহ শুক্রবার সকাল ৬ টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বাদামতল বহদ্দারহাট এলাকার নিজ বাড়িতে থেকে ভ্রমণের জন্য মোটরসাইকেল যোগে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন। নিহত মো. রাফি চৌধুরী ও মো. বাপ্পি একটি মোটরসাইকেলে ছিলেন। একইদিন সকাল ৮ টার দিকে তারা সাতকানিয়া থানাধীন মৌলভীর দোকানে এসে পৌঁছালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের পিছনে তাদের বহনকারী মোটরসাইকেলটি স্বজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। ওই সময় তাদের বহরে থাকা অন্য বন্ধুরা স্থানীয়দের সহযোগিতায় মো. রাফি চৌধুরীকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় গুরুতর আহত অবস্থায় মো. বাপ্পিকে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

নিহত মো. রাফি চৌধুরীর চাচা মোরশেদ চৌধুরী বলেন, আমার ভাতিজা রাফি তার বন্ধুদের সাথে মোটরসাইকেলযোগে সকালে নিজ বাড়ি থেকে ভ্রমণের জন্য বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পতিমধ্যে তাদের বহনকারী মোটরসাইকেলটি মৌলভীর দোকান নামক এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের পিছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে আমার ভাতিজা রাফি ও তার বন্ধু বাপ্পি গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে এসেছি। দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের পিছনে মোটরসাইকেলটি স্বজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই জনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

কুড়িগ্রামে সাংবা‌দিক আ‌রিফ‌কে নির্যাতন: সাবেক ডি‌সি সুলতা...

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের সাংবাদিক মো. আরিফুল ইসলাম রিগানকে মধ...

image

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধার...

নিজস্ব প্রতিবেদক: রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭ত...

image

রেমিয়ানস অ্যাসোসিয়েশন বাকৃবির নতুন কমিটি ঘোষণা

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্...

image

জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করেছি: শিক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক : শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, জুলা...

image

ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদর বাজারে দী...

  • company_logo