• লিড নিউজ
  • জাতীয়

সীমান্তের সব ভিডিও সত্য নয়, সবটা যে মিথ্যা তাও নয়ঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ‘আরাকান আর্মি ফাইট করছে অনেকদিন ধরে। এদের অনেকে এপারে বিয়ে করেছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু যে হারে ভিডিওতে আসছে বিষয়টা তা নয়। টিকটক ভিডিও অনেকভাবে করা যায়। সবটা যে সত্য তা না, আবার সবটা যে মিথ্যা তাও না। এটার ক্ষেত্রে আপনাকে ব্যালেন্স করতে হবে।’ 

আজ বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত ক্লোজডোর মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আরাকান ওই বর্ডারটা ডিফিকাল্ট বর্ডার। আমরা তো মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি। কিন্তু বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি। এখন মিয়ানমার থেকে কিছু আমদানি-রপ্তানি করতে হলে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে একটা সমস্যা আছে আপনাকে বুঝতে হবে। এটার সমাধানে চেষ্টা চলছে। আর আমাদের সীমান্ত পুরোপুরি রক্ষিত আছে।

সম্প্রতি চট্টগ্রামের রাউজানে বেড়ে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে উপদেষ্টা বলেন, ফটিকছড়ি, রাউজান, পটিয়া ও সাতকানিয়া এলাকা হলো পাহাড় ও সমতল সংমিশ্রণ। এখানকার সমস্যা অন্যান্য এলাকার চেয়ে ডিফারেন্ট। 

তিনি আরও বলেন, আমরা এই ব্যাপারে আলাপ করছি, এখানে সন্ত্রাসীরা অপকর্ম করে পাহাড়ের দিকে চলে যায়। প্রকাশ্যে কেউ যদি করে থাকে আমি আপনাদের সামনে বলে গেলাম আইনানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ ব...

image

‎বুদ্ধের শিক্ষা-সকল জীবের জন্য এক বিশ্বজনীন সত্য: প্রধান ...

নিজস্ব প্রতিবেদকঃ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বুদ্ধের শিক্ষা-সকল জীবের প্রত...

image

‎টেকসই উন্নয়ন হলে প্রান্তিক মানুষ জলবায়ু পরিবর্তনের অভিঘা...

নিজস্ব প্রতিবেদকঃ টেকসই উন্নয়ন হলে প্রতিটি দুর্বল ও প্র...

image

‎আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল একাত্তর ও চব্বিশের তরুণর...

নিজস্ব প্রতিবেদকঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্...

image

‎দেশের নৌপথ ও মৎস্য সম্পদ রক্ষায় একযোগে কাজ করবে: উপদেষ্ট...

নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল...

  • company_logo