
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভোর থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সেই মেঘ ভেঙে সকালেই বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা।
সোমবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি।
বেলা গড়িয়ে সকাল সাড়ে ৯টা বাজলেও সূর্যের মুখ দেখা যায়নি। আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, সকাল থেকে দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রঝড়সহ বৃষ্টি হতে পারে।
এদিন সকাল থেকে রাজধানীর গুলশান, বনানী, মিরপুর, মতিঝিল, গুলিস্তান, যাত্রাবাড়ী এলাকায় বৃষ্টির খবর পাওয়া যায়।
সকালেই হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে বৃষ্টিতে গরমের দাপট কিছুটা কমেছে।
সকালে কী পরিমাণ বৃষ্টি হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে আবহাওয়া অফিস বলছে, বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আর দুপুরের পর বৃষ্টি থাকবে না।
এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের সঙ্গে ঝড় হতে পারে বলে জানান আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।
তিনি জানান, সকাল ৮টা থেকে পরবর্তী দুই-চার ঘণ্টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, বরগুনা, ভোলা, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এরও বেশি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
বজ্রপাতের সময় ঘরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। এই সময়ে ঘরের জানালা ও দরজা বন্ধ রাখতে হবে। সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলতে হবে। নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না।
কংক্রিটের মেঝেতে শোয়া যাবে না। কংক্রিটের দেয়ালে হেলান দেওয়া যাবে না। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন রাখতে হবে। জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসতে হবে। বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকতে হবে। আর শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান নিতে হবে।
নিউজ ডেস্কঃ রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক...
নিউজ ডেস্কঃ শ্রমিকদের জীবনমান আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব ...
নিউজ ডেস্কঃ পবিত্র হজ পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৯ ...
নিউজ ডেস্কঃ মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। আর অ...
নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে নতুন...
মন্তব্য (০)