
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনির দক্ষিণ ও মধ্য গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকেই।
মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে ইসরাইলি বাহিনী গাজায় এই হামলা চালায়। খবর আলজাজিরার।
এর আগের দিন গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন, এমনটি জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে মিশর ফিলিস্তিনের এই ভূখণ্ডে যুদ্ধবিরতি ফেরাতে নতুন একটি প্রস্তাব দিয়েছে, যা এখনো ইসরাইল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।
গাজার যুদ্ধবিরতি গত ১৯ জানুয়ারি শুরু হলেও, ১৮ মার্চ (মঙ্গলবার) ইসরাইল হামলা শুরু করে, যা থেকে এ পর্যন্ত গাজায় প্রায় ৭০০ মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অন্তত ৪০০ জন নারী ও শিশু। হামাস জানিয়েছে, তাদের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা হামলায় নিহত হয়েছেন।
মিশরের প্রস্তাবে বলা হয়েছে, হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরাইলি জিম্মি মুক্তি দেবে, এবং ইসরাইল প্রথম সপ্তাহ শেষে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করবে। বর্তমানে হামাসের হাতে ৫৯ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তা কর্মকর্তাদের মতে, মিশরের প্রস্তাবটি যুক্তরাষ্ট্র ও হামাস সম্মত হলেও, ইসরাইল এখনো আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। হামাসের পক্ষ থেকে এই প্রস্তাব সম্পর্কে নিশ্চিত কিছু বলা হয়নি, তবে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে।
মিশরের প্রস্তাবে গাজা থেকে ইসরাইলের সেনা পুরোপুরি প্রত্যাহারের সময়সূচি এবং যুক্তরাষ্ট্রের নিশ্চয়তা দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এর বিনিময়ে হামাস জিম্মিদের মুক্তি দেবে।
এদিকে, রাফা নগরীর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলি বাহিনী টেল আল-সুলতান এলাকায় প্রবেশ করায় হাজারো মানুষ আটকা পড়েছে, এবং তারা ধ্বংসস্তূপের মধ্যে খাবার, পানি ও ওষুধ ছাড়া দিন কাটাচ্ছে। ফিলিস্তিনি নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, রাফায় ৫০ হাজার মানুষ আটকা পড়েছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, সাম্প্রতিক হামলায় গাজায় ১ লাখ ২৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংস্থাটি মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, অবরোধ বন্ধ করতে হবে, কারণ এটি সম্পূর্ণ মানবিক বিপর্যয় সৃষ্টি করছে।
আন্তর্জাতিক ডেস্কঃ পারস্য উপসাগরে নিজেদের নৌযানে সামুদ্রিক মাইন উঠ...
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ...
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে বড় ধরন...
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি ...
আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় শান্তির সম্ভাবন...
মন্তব্য (১)
Harry
Many thanks, Great stuff. casino en ligne fiable Helpful forum posts, Cheers! casino en ligne Thanks a lot! A good amount of posts. casino en ligne You have made the point. casino en ligne You actually mentioned it effectively. casino en ligne Really quite a lot of superb tips! casino en ligne You actually mentioned this wonderfully! casino en ligne With thanks. Quite a lot of knowledge! casino en ligne Terrific info, Thanks! casino en ligne France With thanks. A good amount of info! meilleur casino en ligne