• সমগ্র বাংলা

চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) পার্শ্বডাঙ্গা ইউনিয়ন খেলার মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন।

ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। 

পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, চাটমোহর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লিখন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মুন্তাজ আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাস, সদস্য সচিব আজাদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন, নিমাইচড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব হেলাল উদ্দিন, হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছহির উদ্দিন স্বপন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন সামনে রেখে আমাদের জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে, জনকল্যাণমুলক কাজ করতে হবে, জনগণের সেবা করতে হবে। আগামী নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও অংশগ্রহণমুলক হবে। সেই নির্বাচনে জনগণ যাতে ধানের শীষে ভোট দেয় তার জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করবেন। আপনারা মনে রাখবেন আজকের এই অবস্থায় আসার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি দুই বছর জেল খেটেছেন। এক হাজার বিএনপি নেতাকর্মীকে গুম করা হয়েছে। পাঁচ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। প্রায় এক লাখ নেতাকর্মীকে কারাগারে রাখা হয়েছে। আর ৭০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এত হত্যা, এত গুম, এত নির্যাতন, এত জেল জুলুমের পরেও আমরা শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে উৎখাত করে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছি।

মন্তব্য (০)





image

ফরিদপুরে স্বেচ্ছায় জুলাই গেজেট থেকে নাম প্রত্যাহারের আবে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে স্বেচ্ছায় জুলাইয়ের সরকারি গেজ...

image

নড়াইলে ফোন করে চাঁদা দাবি, থানায় অভিযোগের পর ব্যবসায়ীর বা...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় চাঁদার অভিযোগ এনে থ...

image

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসে...

image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নড়াইল-১ আসনে বিএনপির ৬ প্রার্...

নড়াইল প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে ব...

image

ফরিদপুরের নগরকান্দায় নকল সার জব্দ, চালককে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুরাপাড়া বাজার থেকে অভিযান চা...

  • company_logo