• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

গাজার ক্ষোভ আরব দেশগুলোতে ছড়িয়ে পড়েছে: স্টিভ উইটকফ

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ সম্প্রতি এক সাক্ষাৎকারে গাজা এবং যুদ্ধবিরতির আলোচনা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলি অভিযানে আশেপাশের আরব দেশগুলোতে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

 সাক্ষাৎকারে উইটকফ বলেন, তিনি গাজার জন্য ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে কিছুটা অস্পষ্ট ছিলেন। তিনি বলেন, গাজায় স্থিতিশীলতা অর্জনই আমাদের অগ্রাধিকার। তিনি আরও বলেন, স্থিতিশীলতা মানে হতে পারে কিছু মানুষ ফিরবে, আবার কেউ নাও ফিরতে পারে।

দুই রাষ্ট্র সমাধান ও গাজার পুনর্গঠন প্রসঙ্গে উইটকফ বলেন, আমার কাছে দুই রাষ্ট্র বলতে বোঝায়– গাজার মানুষের জন্য ভালো জীবনযাপনের সুযোগ তৈরি করা। তবে এটা শুধু আবাসনের বিষয় না। হতে পারে সেখানে এআই প্রযুক্তি আনা হবে, অথবা বড় আকারের ডেটা সেন্টার স্থাপন করা হবে। এতে কর্মসংস্থান তৈরি হবে এবং মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। আমরা গাজাকে কেবল সাহায্যনির্ভর করে রাখতে চাই না।

তিনি বলেন, হামাস গাজায় থেকে চিরকাল শাসন করতে চায়, যা ট্রাম্প প্রশাসনের কাছে অগ্রহণযোগ্য। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র চায় হামাস নিরস্ত্র হোক। তবে হামাস যদি নিরস্ত্রীকরণে রাজি হয়, তাহলে তারা কিছুটা সময়ের জন্য সেখানে থাকতে পারে এবং রাজনৈতিকভাবে অংশ নিতে পারে। তবে তিনি বলেন, একটি সন্ত্রাসী সংগঠন গাজার শাসনভার নেবে– এটি ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য হবে না।

উইটকফ আরও দাবি করেন, হামাস চূড়ান্তভাবে অনমনীয় নয় এবং তাদের সঙ্গে আলোচনা করা সম্ভব। তবে তিনি সরাসরি হামাসের সঙ্গে আলোচনা করছেন না বলে জানান এবং কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করছেন বলেও জানান।

তিনি বলেন, ইসরায়েল গাজা দখল করতে চায় বলে তিনি মনে করেন না।

উইটকফ সতর্ক করে বলেন, মিশর একটি সম্ভাব্য ‘উদ্বেগের কেন্দ্রবিন্দু’ হতে পারে, কারণ গাজায় ইসরায়েলি অভিযানে আশেপাশের আরব দেশগুলোতে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, আঞ্চলিক অস্থিতিশীলতা ঠেকাতে হলে আমাদের গাজার সমস্যার সমাধান করতেই হবে।

মন্তব্য (২)





image
image
image

‎ভারত বাংলাদেশের সঙ্গে আরও জোরদার সম্পর্ক চায়: প্রণয় ভার্...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলে...

image

ঢাকায় রাশিয়ার গণ-কূটনীতির শতবর্ষ ও বাংলাদেশের বিজয় দিবস উ...

নিজস্ব প্রতিবেদক : রুশ জনগণের গণ-কূটনীতির শতবর্ষ এবং বা...

image

‎ঢাকায় রাশিয়ান হাউজে বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক...

কূটনৈতিক প্রতিবেদকঃ ঢাকাস্থ রাশিয়ান হাউজে অনুষ্ঠিত হয় আন্ত...

image

শিশুদের জন্য রাশিয়ান মাতরিয়োশকা পুতুল আঁকার মাস্টার ক্লাস

কূটনৈতিক প্রতিবেদকঃ জাতীয় ঐক্য দিবস উদ্‌যাপনের অংশ হিস...

image

‎ঢাকায় রাশিয়ান হাউসে “বিগ এথনোগ্রাফিক ডিকটেশন” অনুষ্ঠিত

কূটনৈতিক প্রতিবেদকঃ ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত হয়েছে &ld...

  • company_logo