• সমগ্র বাংলা

পঞ্চগড়ে দ্বিতীয় বারের মতো রেড কোরাল কুকরি উদ্ধার

  • সমগ্র বাংলা
  • ২৭ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:০২:৫৫

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশে দ্বিতীয় বারের মতো  আবারো ১৮ দিনের মাথায় মৃত রেড কোরাল কুকরি সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চাকলাহাটের,ভান্ডারু গ্রাম এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। 

জানা যায়, উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভান্ডারু গ্রাম এলাকার মৃত মমতাজ আলীর ছেলে আশরাফুল ইসলাম বাড়ির পাশে একটি বাঁশ ঝাড়ের মাটি সড়ানোর সময় সাপটি দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সাপটিকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলেন।খবর পেয়ে  বন্যপ্রাণী সংরক্ষক ও ফটোগ্রাফার ফিরোজ আল সাবাহ  ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায়  সাপটিকে উদ্ধার করেন।  

ফিরোজ আল সাবাহ বলেন, বিষয়টি ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ফরেনসিক কর্মকর্তা কনক রায়কে জানিয়েছি। তারা এসে সাপটি নিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন। কনক রায় বলেন, বাংলাদেশে দ্বিতীয়বারের মতো পঞ্চগড়ে মৃত অবস্থায় ‘রেড কোড়াল কুকরি’ সাপটি উদ্ধার করা হয়েছে। সাপটি ঢাকায় নিয়ে এসে সংরক্ষণ করা হবে।       

মন্তব্য ( ০)





  • company_logo