• সমগ্র বাংলা

ধ্বংসস্তুপে পরিণত হয়েছে স্টার লাইন কারখানা

  • সমগ্র বাংলা
  • ২৬ ফেব্রুয়ারী, ২০২১ ১১:১২:৩৮

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভয়াবহ আগুনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ফেনীর স্টার লাইন কারখানা। পুড়ে গেছে বাজারজাতের অপেক্ষায় থাকা কয়েক কোটি টাকার খাদ্য পণ্য। এখন চলছে ডাম্পিং কার্যক্রম। ক্ষতিগ্রস্ত হলেও কর্মকর্তা কর্মচারীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

বিশাল এ কারখানার মেশিনারি, প্যাকেজিং, কাঁচামাল ও বাজারজাতকরণের পণ্য সব এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি নিজের কর্মস্থলে উদ্ধার কাজ চালান শ্রমিকরা। কারখানার তিনটি বড় শেড পুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

এ প্রতিষ্ঠানটি বিশ্বের ২২টি দেশে নানা খাদ্য পণ্য রফতানি করে আসছে। এখানে কাজ করেন প্রায় ৬ হাজার কর্মকর্তা ও কর্মচারী।

স্টার লাইন গ্রুপের পরিচালক জাফর উদ্দিন বলেন, 'শ্রমিকেরা ১২ বছর ধরে আমাদের এখানে নিয়োজিত আছে। এই দুর্যোগ মুহূর্তে আমরা এই শ্রমিকদের পাশে আমাদের সাধ্যমত থাকার চেষ্টা করব। পাশাপাশি বিভিন্ন সংস্থাও যেন এই শ্রমিকদের পাশে দাঁড়ায়।'

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে হঠাৎ স্টার লাইন ফুড কারখানার একটি ইউনিটে আগুন লাগে। কিছু বুঝে উঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের শেডগুলোতে। পুড়ে ছাই হয়ে যায় তিনতলা দুটি শেড। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

মন্তব্য ( ০)





  • company_logo