• গণমাধ্যম

আনোয়ারা প্রেসক্লাবে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন 

  • গণমাধ্যম
  • ১৩ ফেব্রুয়ারী, ২০২১ ১২:২৫:৫৬

ছবিঃ সিএনআই

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় সরকারের টিকা কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশনের আয়োজন করেছে আনোয়ারা প্রেসক্লাব। বেসরকারি এনজিও সংস্থা নির্মল ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার চাতরী চৌমহুনী বাজার এলাকায় এটির উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক।

প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও গ্রন্থাগার সম্পাদক মো. ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবটরি আনোয়ারা শাখার ব্যবস্থাপক মীর মোশারফ হোসেন, বেসরকারি এনজিও সংস্থা নির্মল ফাউন্ডেশনের মূখ্য কর্মসূচি সম্বয়নকারী নুরুল আবছার তালুকদার, বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, এম. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহ্ সুমন, নির্বাহী সদস্য খালেদ মনছুর, রেজাউল করিম সাজ্জাদ, এস টিভি প্রতিনিধি রুপন দত্ত।

এসময়ে অন্যান্যদের মধ্যে ফার্মাসিউস্টিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশনের সভাপতি মাহতাব হোসেন জুয়েল, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আনোয়ারা শাখার ইনচার্জ মোহাম্মদ ইদ্রিছ, ছাত্রলীগ নেতা মোহাম্মদ এরফান আলী, আকাশ শীল, মোহাম্মদ তৌহিদুল্লাহ্ চৌধুরী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আনোয়ারা প্রেসক্লাবের এ বুথে  শনিবার ও রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিনামূল্যে নারী, পুরুষ, মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনরা রেজিস্ট্রেশন করতে পারবেন। সাধারণ মানুষকে সচেতন করা ও কোনো প্রকার হয়রানি ছাড়া রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করার জন্য এ আয়োজন।

 

মন্তব্য ( ০)





  • company_logo