• সমগ্র বাংলা

রাজশাহীতে জায়গা দখলের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে শিক্ষকের মৃত্যু

  • সমগ্র বাংলা
  • ৩১ জানুয়ারী, ২০২১ ১৮:৪৮:২৮

ছবিঃ সংগৃহীত

 

নিউজ ডেস্কঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে সোহেল রানা (৩৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মৃত সোহেল রানা পুঠিয়া উপজেলার মাহেন্দ্রা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান আলীর ছেলে ও দোমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাহেন্দ্রা বাজারে শিক্ষক সোহেল রানার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান আলী একটি জায়গা কিনেছিলেন। জায়গাটি একই গ্রামের ভাদু মিয়ার ছেলে তাজুল ইসলাম ও মাজেদুল ইসলাম নিজেদের দাবি করে দখল নেওয়ার চেষ্টা করে আসছিলেন। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সমঝোতায় বসেও কোনো সুরাহা হয়নি।

সর্বশেষ গত শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে আবারও মাহেন্দ্রা বাজারে উভয়পক্ষ মীমাংসায় বসে। একপর্যায়ে ভাদু মিয়ার ওই দুই ছেলে লাঠি দিয়ে সোহেল রানার মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই সোহেল অচেতন হয়ে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় সোহেল রানার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ ওই দিন আসামি মাজেদুল ইসলামকে গ্রেফতার করে।

বেলপুকুর থানার ওসি আলমগীর হোসেন বলেন, নিহত শিক্ষকের বাবা অনেক দিন আগেই জমিটি কিনেছিলেন। ওই জমি তাদেরই দখলে ছিল। দোকানঘর বসানো নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ হয়। প্রতিপক্ষের হামলায় সোহেল রানা আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। আর বাকি আসামিদের ধরতে পুলিশের জোর তৎপরতা রয়েছে বলে জানান তিনি।
 

মন্তব্য ( ০)





  • company_logo