
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জে ট্রলারডুবির পাঁচ দিন পর নিখোঁজ সবজি বিক্রেতার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শহরের হাটলক্ষ্মীগঞ্জের কাছে ধলেশ্বরী নদী থেকে মুক্তারপুর নৌপুলিশ লাশটি উদ্ধার করে।
এর আগে রোববার ( ১৭ জানুয়ারি) মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব মুক্তারপুরের কাছে ধলেশ্বরীতে জাহাজের সঙ্গে ধাক্কায় সবজিভর্তি ট্রলারডুবিতে জয়নাল মুন্সী (৩৮) নিখোঁজ হন।
মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের ইনচার্জ কবির হোসেন খান জানান, মুক্তারপুর পুরনো ফেরিঘাট থেকে রোববার সবজি নিয়ে চালকসহ ছয়জন নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে কিছু দূর আগাতেই ট্রলারটি শাহ্ সিমেন্টের জাহাজের সঙ্গে সজোরে ধাক্কায় ডুবে যায়। তখন পাঁচজন তীরে উঠতে পারলেও সবজি বিক্রেতা জয়নালের খোঁজ মেলেনি। জাহাজটি মাঝ নদীতে নোঙর করা ছিল। জয়নাল স্থানীয় রামেরগাঁও গ্রামের আয়ুব আলী মুন্সীর ছেলে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর থেকেই স্বজন, পুলিশ ও ফায়ার সার্ভিস জয়নালকে খোঁজাখুজি করছিল। পরে রাতে দুর্ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার দূরে তার লাশটি ভেসে উঠে।
ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
জবি প্রতিনিধি: ‘নির্ভরযোগ্য পরিসংখ্যান টেকসই উন্নয়ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার শেখেরহাট উচ্চ ব...
নিউজ ডেস্কঃ আন্দামান সাগর থেকে ভারতীয় কো...
মন্তব্য ( ০)