• আন্তর্জাতিক

দেশবাসীকে আগ্রহী করতে টিকা নেবেন মোদি

  • আন্তর্জাতিক
  • ২২ জানুয়ারী, ২০২১ ১০:৩৪:৫১

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ দেশবাসীকে টিকায় আগ্রহী ও ভ্রান্ত ধারণা কাটাতে খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টিকা নেবেন বলে গুঞ্জন উঠেছে। এছাড়া সরকারি উদ্যোগে দেশব্যাপী প্রচার অভিযানও শুরু হয়েছে। তার সূচনা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। টিকা নেবেন পঞ্চাশোর্ধ্ব কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। সরকারি সূত্রের বরাতে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম প্রধানমন্ত্রীর টিকা নেওয়ার এই খবর জানিয়েছে।

ভারতে গণটিকাকরণ শুরু হয়েছে ১৬ জানুয়ারি থেকে। দেশে মোট ৩ হাজার ৬টি টিকাকেন্দ্র খোলা হয়েছে। প্রতি কেন্দ্রে গড়ে দিনে ১০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে। অর্থাৎ দিনে কমবেশি ৩ লাখ। তবে, গণটিকাকরণে দেশজুড়ে অনাগ্রহ সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে। ফেলেছে চিন্তাতেও। শীর্ষ রাজনৈতিক নেতাদের প্রথম পর্যায়ে টিকা না নেওয়ার সিদ্ধান্ত অন্য রকমের সমালোচনাও সৃষ্টি করেছে। 

বিতর্ক ও সংশয়ের সূত্রপাত ভারত বায়োটেকের তৈরি ১০০ শতাংশ দেশজ টিকা ‘কোভ্যাক্সিন’ জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে। ওই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ না হওয়া সত্ত্বেও ছাড়পত্র পাওয়ায় বহু বিশেষজ্ঞ বিস্মিত। তারা প্রশ্নও তুলেছেন। বহু সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা টিকা নিতে চাইছেন না। অনেকে আবার ‘কোভ্যাক্সিন’ টিকায় আপত্তি জানাচ্ছেন।

মন্তব্য ( ০)





  • company_logo