• স্বাস্থ্য
  • লিড নিউজ

দেশে করোনায় নতুন মৃত্যু ১৬, আক্রান্ত আরও ৫৮৪

  • স্বাস্থ্য
  • লিড নিউজ
  • ২১ জানুয়ারী, ২০২১ ১৭:৩৮:০০

ছবিঃ সংগৃহীত

 

নিউজ ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৮ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ৫৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন। আর গত এক দিনে ১৬ জনের মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৬৬ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬০২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এর ফলে এখন পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৭৪ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এরপর গত ১৪ জানুয়ারি করোনায় আক্রান্ত সোয়া ৫ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে গত বছরের ২ জুলাই এক দিনে সর্বোচ্চ ৪ হাজার ১৯ জন রোগী শনাক্ত হয়।

এছাড়া গত বছরের ২৯ ডিসেম্বর করোনায় মৃত্যু সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

মন্তব্য ( ০)





  • company_logo