• আন্তর্জাতিক

নতুন বছরে আমেরিকানরা যেন শোকে না ভাসে: ইরান

  • আন্তর্জাতিক
  • ০১ জানুয়ারী, ২০২১ ২১:৩৭:৫৬

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান আক্রমণের অজুহাত খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অভিযোগ তুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ট্রাম্প তার দেশে নৃশংস হামলার সর্বোচ্চ পায়তারা করছেন। কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেই প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

জারিফ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) তার টুইটবার্তায় জানান, ট্রাম্প প্রশাসন কোভিড-এর বিরুদ্ধে লড়াই না করে বিপুল অর্থ ব্যয়ে আমাদের অঞ্চলে বি-৫২ বোয়িং স্ট্র্যাটোফোর্ট্রেস মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা বহনযোগ্য বিমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি।

টুইটে জারিফ উল্লেখ করেন, ইরান কোন দেশের সঙ্গে যুদ্ধ জড়াতে চায় না, তবে নিজ দেশের জনগণের সুরক্ষায় কোন ছাড় দেবে না।'

আলাদা বক্তব্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এক সামরিক উপদেষ্টা ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'নতুন বছর যেন আমেরিকানদের জন্য শোকে না পরিণত হয়। আমি গণমাধ্যমে দেখেছি, কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধে আমেরিকা সতর্ক অবস্থানে রয়েছে। এ অবস্থায় মার্কিন বোমারু বিমান পারস্য উপসাগরে পাঠিয়েছে ওয়াশিংটন। তাদের সামরিক ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের চাদরের নিচে। আমি পরামর্শ দিব, হোয়াইট হাউজ এমন কোন ভুল করবে না, যেন মার্কিনীরা নতুন বছর শোক দিয়ে শুরু করে।' 

আগামী ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় কমান্ডার সোলাইমানি হত্যার প্রথম বর্ষপূর্তিকে সামনে রেখেই অভিযোগ আনলেন তারা। ২০১৯ সালের জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় প্রাণ হারান ইরানের অভিজাত বাহিনীর এই জেনারেল।
 

মন্তব্য ( ০)





  • company_logo