• আন্তর্জাতিক

হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্রের আওতায় পুরো ইসরাইল

  • আন্তর্জাতিক
  • ০১ জানুয়ারী, ২০২১ ১১:৪৯:৫১

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ এক বছর আগের তুলনায় ক্ষেপণাস্ত্রের মজুদ দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

রোববার (২৭ ডিসেম্বর) সংগঠনের মহাসচিব সাইয়েদ নাসরুল্লাহ লেবাননের আল মায়াদিন নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে জানান, পুরো ইসরাইল হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনের হাতে থাকা নিখুঁত ক্ষেপণাস্ত্রের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে।

২০০০ সালের আগে-পরে হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে দুটি যুদ্ধে জড়িয়েছে এবং দুটিতেই ইসরাইল পরাজিত হয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে পদক্ষেপ নিয়েছে আরবের কয়েকটি দেশ সে বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে নাসরুল্লাহ বলেন, এসব দেশ ফিলিস্তিনি জাতিকে ইহুদিবাদীদের কাছে বিক্রি করে দিয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo