• অর্থনীতি

চাটমোহরে এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

  • অর্থনীতি
  • ৩০ ডিসেম্বর, ২০২০ ১৮:৫৪:৪৪

ছবিঃ সিএনআই

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে এবার সরিষার বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ ও কৃষক। চলতি রবি মৌসুমে এ উপজেলায় ৫ হাজার ৬৬০ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। আবহাওয়া অনুখূলে থাকলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলার বিস্তীর্ণ মাঠে সরিষার শীষ বের হয়েছে। শীতের সকালে রোদের ঝিলিক আর বাতাসে সরিষা ফুল দুলে উঠছে।

গত বছরের চেয়ে এবার ভালো ফলন পাবেন বলে কৃষক আশাবাদী। চলতি মৌসুমে চাটমোহর উপজেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৬৪১ মে.টন। কৃষক বারী-১৪,১৫,টরী-৭,বীনা-৪ জাতের সরিষার আবাদকরেছেন। বর্তমানে সরিষার দাম ভালো থাকলেও সরিষা তোলার পর কমে যায়। ফলে চিন্তি কৃষক। কৃষি বিভাগের কর্মীরা কৃষকদের নানাভাবে পরামর্শ দিচ্ছেন।

উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুরের কৃষক গোলাম মওলা,ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের কৃষক মতিউর রহমানসহ অন্যরা জানান,রবিশস্যের মধ্যে সরিষার আবাদ অপেক্ষাকৃত সহজ। এক বিঘা জমিতে সাত থেকে আট মণ সরিষা হয়। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সরিষার ফলন প্রত্যাশিত হওয়ার আশা করছেন চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লা জানান,সরিষা আবাদে ঝুঁকে পড়েছেন কৃষক। ফলনও ভালো পাবেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo