• কূটনৈতিক সংবাদ

কমনওয়েলথ স্কলারদের ভার্চুয়াল সংবর্ধনায় স্বাগত জানালেন ব্রিটিশ হাই কমিশনার

  • কূটনৈতিক সংবাদ
  • ০৮ ডিসেম্বর, ২০২০ ১৫:৫৯:৫৪

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্ক: সম্প্রতি ৩৭ জন কমনওয়েলথ স্কলার যাঁরা যুক্তরাজ্যে তাদের পড়াশুনা শেষ করে দেশে ফিরে এসেছেন বা যারা শিগগিরই ফিরে আসবেন তাঁদের বাংলাদেশে পুনরায় স্বাগত জানাতে  কমনওয়েলথ কমিশনের পক্ষ থেকে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ একটি ভার্চুয়াল সংবর্ধনার আয়োজন করেছে। ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এই ভার্চুয়াল সংবর্ধনায় কমনওয়েলথ স্কলারদের স্বাগত জানিয়ে মত বিনিময় করেন।

ভার্চুয়াল সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, শিক্ষাবিদ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং প্রাক্তন কমনওয়েলথ স্কলাররা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলারস অ্যান্ড ফেলোস (বিএসিএসএএফ) এর প্রতিনিধিরাও ভার্চুয়াল সংবর্ধনায় স্কলারদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন । 

মন্তব্য ( ০)





  • company_logo