• আন্তর্জাতিক

এবার ভারতের দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় বুরেভি

  • আন্তর্জাতিক
  • ০৪ ডিসেম্বর, ২০২০ ২১:৩৫:২১

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কায় আঘাতের পর ভারতের দক্ষিণ উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় বুরেভি। শুক্রবারই (০৪ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু ও কেরালার উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি। এরইমধ্যে রাজ্য দুটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার সকাল থেকেই ভারি বৃষ্টি অব্যাহত আছে চেন্নাইসহ পুরো তামিলনাড়ুতে। গেল কয়েক ঘণ্টায় রাজ্যটিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি পরিমাপ করা হয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড় বুরেভির প্রভাবেই এই বৃষ্টি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

দিক না পাল্টালে ঘূর্ণিঝড়টি শুক্রবারই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু ও কেরালার উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে। এরইমধ্যে ঝড়টি মোকাবিলায় নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। দুই রাজ্যের উপকূলীয় জেলাগুলোতে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি।

সতর্কতা হিসেবে চেন্নাই বিমানবন্দরসহ অন্তত চারটি বিমানবন্দরে বন্ধ রয়েছে ফ্লাইট ওঠানামা । ক্ষয়ক্ষতি মোকাবিলায় দুই রাজ্যের বিভিন্ন এলাকায় তৈরি রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক সদস্য বলেন, 'কেরালাতে আমাদের ৮টি টিম প্রস্তুত রয়েছে। যে যে এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে সেখানে তারা কাজ করবে। এছাড়াও উপকূলীয় এলাকায় সবাইকে নিরাপদে থাকতে বলা হয়েছে।'

এর আগে বৃহস্পতিবার শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড়টি। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo