• লাইফস্টাইল

ঠোঁটে স্ক্রাব করবেন যেভাবে

  • লাইফস্টাইল
  • ০২ ডিসেম্বর, ২০২০ ১৩:৪৯:৩৯

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চুল কিংবা মুখের যত্নে আমরা যতটা সচেতন, ঠোঁটের ক্ষেত্রে ততটা নই। কিন্তু ঠোঁটের যত্ন নেয়াও সমান জরুরি। তাই ঠোঁট স্ক্রাবিং এর প্রয়োজন। এক্সফোলিয়েশনের উপকারিতার কথা আমাদের সবার জানা। এটি মৃত এবং নিস্তেজ ত্বক অপসারণ করে এবং ত্বককে চাঙ্গা করে। ঠোঁটে স্ক্রাব করাও ঠোঁটের জন্য একইভাবে উপকারী।

ঠোঁট স্ক্রাব করলে যেসব উপকার পাবেন:

* এটি ত্বককে নরম করে তোলে।
* ফাটা ঠোঁট ঠিক করে।
* ঠোঁটকে হাইড্রেটেড রাখে।
* লিপস্টিকটিকে আরও দীর্ঘ সময় ধরে রাখে।
* এটি শুষ্ক ঠোঁট ঠিক করে।

কীভাবে লিপ স্ক্রাব ব্যবহার করবেন

ঠোঁটের স্ক্রাব সঠিক উপায়ে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি করা খুব কঠিন নয়। ঠোঁটে স্ক্রাব করার জন্য ৫টি ধাপই যথেষ্ঠ। দেখে নিন ধাপগুলো:

* ঠোঁট থেকে আগের মেকআপ তুলে ফেলুন এবং আলতো করে ধুয়ে ফেলুন।
* এবার অল্প পরিমাণে ঠোঁটের স্ক্রাব নিয়ে তা ঠোঁটের উপরে লাগান।
* প্রায় পাঁচ মিনিট ধরে আস্তে আস্তে আপনার ঠোঁটে স্ক্রাব করুন।
* স্ক্রাবিং হয়ে গেলে পরিষ্কার কাপড় দিয়ে স্ক্রাবটি মুছে ফেলুন এবং ঠোঁট ধুয়ে ফেলুন।
* এরপর ঠোঁটে লিপ বাম লাগান।

মন্তব্য ( ০)





  • company_logo