• গণমাধ্যম

দিনাজপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন

  • গণমাধ্যম
  • ২২ নভেম্বর, ২০২০ ১৫:৫৬:৫৯

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে রংপুর ও মেহেরপুর সহ সারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা । আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।

দিনাজপুরের প্রান কেন্দ্র মর্ডান মোড়ে মানববন্ধন কর্মসূচিতে দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট এর সভাপতিত্বে শতাধিক শতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন । এসময় বক্তারা বলেন, সারাদেশের বিভিন্ন ভাবে সাংবাদিকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে । বর্তমানে ৫৭ ধারা আইনের কারনে সংবাদ প্রকাশ করায় অনেক সাংবাদিককে কারাগার ভোগ করতে হয় । বর্তমানে অনেক মেধাবী ছাত্ররা সাংবাদিকতা পেশায় আসার আগ্রহ প্রকাশ করলেও বিভিন্ন বাধ্যবাধকতার কারনে এ পেশায় আসতে যায় না ।

বক্তরা আরোও বলেন , দেশের জনসাধারন কথা চিন্তা করে জীবনের ঝুকি নিয়ে সংবাদ প্রকাশ করে থাকে । সেই সংবাদ প্রকাশ করার কারনে দেশের দূনীতিবাজদের হাতে হত্যার শিকার হয়েছে অনেক মেধাবী সাংবাদিক । সেই সকল সহকর্মীদের সঠিক বিচার না হওয়ার কারনে আজ সাংবাদিকদের উপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে । সর্বশেষ রংপুরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপারসন লিমন হোসেনের উপর এবং মেহেরপুর ডিবিসি নিউজ প্রতিনিধি’র উপর বর্বর নির্যাতনের ঘটনা ঘটেছে । তারা বলেন, সাংবাদিক সমাজ আক্রান্ত হলে দেশে আর কোনো কিছু আক্রান্ত হওয়ার বাকি থাকে না । তাই সাংবাদিক নির্যাতনকারীদের কে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।

মন্তব্য ( ০)





  • company_logo