• জাতীয়

ইতালি ফেরত যাত্রিরা আশকোনা হজ ক্যাম্পে

  • জাতীয়
  • ১৪ মার্চ, ২০২০ ১১:৪৭:৪৬

সিএনআই ডেস্ক: করোনার প্রাদুর্ভাবে ইতালির রোম থেকে আসা শতাধিক যাত্রিদের হযরত শাহজালাল বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজ ক্যাম্প কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে শনিবার সকাল ৮টার দিকে তারা ঢাকায় পৌঁছান। গণমাধ্যমকে খবরটি জানান, শাহজালাল বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. শাহারিয়ার সাজ্জাদ। ওই ফ্লাইটে ১৪২ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে ১২৬ জন ইতালি প্রবাসী। পরে পুলিশ পাহারায় বিআরটিসির কয়েকটি বাসে এই ব্যক্তিদের আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হয়। এর আগে চীন থেকে আসা কয়েকজনকে এখানে কোয়েরেন্টাইনে রাখা হয়। তাদের মতোই সম্ভাব্য করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ইতালি থেকে ফেরা ব্যক্তিদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। চীনের উহানে এই ভাইরাসের সংক্রমণ প্রথম দেখা যায়। দেশটির তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। বর্তমানে ইতালিতে এই ভাইরাস সবচেয়ে ভয়াবহ রূপ নিয়ে দেখা দিয়েছে। সেখানে অল্প সময়ে এক হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। শুধু শুক্রবারেই মারা গেছে ২৫০ জন। আক্রান্তের সংখ্যাও ১৭ হাজারের বেশি। এর আগে বাংলাদেশে যে তিনজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তাদের দুজনই এসেছেন ইতালি থেকে।

মন্তব্য ( ০)





  • company_logo