• জাতীয়

ভালোবাসা দিবস থেকেই ঢাকায় বাড়বে তাপমাত্রা

  • জাতীয়
  • ১০ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:৩০:১৭

সিএনআই ডেস্ক: আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, সোমবারসহ (১০ ফেব্রুয়ারি) গত তিন দিনে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এ তিন দিন ধরে ঢাকায় তুলনামূলকভাবে গরম অনুভূত হচ্ছে। এই তিন দিনের আগে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তখন শীতের অনুভূতি ছিল। আবহাওয়াবিদরা বলছেন, আগামী মঙ্গল, বুধ, ও বৃহস্পতিবার ঢাকায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। তারপর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর ঢাকায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা নেই। অর্থাৎ আগামী তিন দিন পর থেকে ঢাকায় গরমের অনুভূতি চলে আসতে থাকবে। এ বিষয়ে আবহাওয়াবিদ বলেন, ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসতে পারে ঢাকার তাপমাত্রা। ১৪ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। এরপর ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা আসতে পারে। কিন্তু এর নিচে নামার সম্ভাবনা নেই। অর্থাৎ এরপর থেকে গরমের অনুভূতি চলে আসবে রাজধানীতে। রাজধানী থেকে শীত বিদায় নিতে শুরু করলেও দেশের অন্যান্য অঞ্চলে আরও কিছুদিন শীত বিরাজ করবে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।

মন্তব্য ( ০)





  • company_logo