• খেলাধুলা

সাইফ-নাঈমের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ৩২২

  • খেলাধুলা
  • ১২ অক্টোবর, ২০১৯ ১৫:৫৯:০৪

স্পোর্টস ডেস্ক: কলম্বোয় সিরিজ নির্ধারণী ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ এ দল। স্বাগতিকদের বিপক্ষে দাঁড় করিয়েছে ৩২২ রানের বিশাল সংগ্রহ। রান পেয়েছেন দুই ওপেনার। সেঞ্চুরি করেছেন সাইফ হাসান, হাফসেঞ্চুরি এসেছে নাঈম শেখের ব্যাট থেকে। প্রেমদাসা স্টেডিয়ামে টস হেরে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। দুই ওপেনারের ১২০ রানের জুটিতে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। শুরু থেকেই দারুণ খেলতে থাকা নাঈম শেখ আউট হন ব্যক্তিগত ৬৬ রানের মাথায়। তাও স্বাভাবিকভাবে নয়। ফিল্ডিংয়ে বাধা দেয়ার অভিযোগে আউট দেয়া হয় নাঈমকে। নিজের ইনিংসটি ৫ চার ও ২ ছয়ের মারে সাজান তিনি। নাঈম ফিরে গেলেও লিস্ট এ ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিতে কোনো ভুল করেননি সাইফ। লঙ্কান বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে ১১০ বলে ১১৭ রান করেন তিনি। ইনিংসের ৪২তম ওভারে আউট হওয়ার ১২টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান সাইফ। এ দুইজন ব্যতীত আর কেউই পঞ্চাশ পেরোতে পারেননি। ফলে আশানুরূপ সংগ্রহ পায়নি বাংলাদেশ। সাইফ আউট হওয়ার আগে ৪১ ওভারেই ২৫৫ রান করে ফেলেছিল এ দল। কিন্তু এরপর শেষের ৯ ওভারে আসে মাত্র ৬৭ রান। ফলে ৩২২ রানের বেশি হয়নি দলের সংগ্রহ। সাইফ-নাঈমের পর তৃতীয় সর্বোচ্চ ৩২ রান আসে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। এছাড়া নুরুল হাসান সোহান ১৭, এনামুল হক বিজয় ১৫, আফিফ হোসেন ধ্রুব ১২ এবং সানজামুল ইসলাম করেন ১২ রান।

মন্তব্য ( ০)





  • company_logo