• খেলাধুলা

শেষ ম্যাচে রেকর্ড গড়ে জিতল টাইগার যুবারা

  • খেলাধুলা
  • ১৩ অক্টোবর, ২০১৯ ১২:৪২:৫৭

স্পোর্টস ডেস্ক: প্রথম তিন ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে পরের ম্যাচে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে যায় টাইগার যুবারা। রোববার (১৩ অক্টোবর) পঞ্চম ও শেষ ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে প্রতিপক্ষ হারিয়েছে বালাদেশ। এর ফলে কিউই সফর তারা শেষ করল ৪-১ ব্যবধানে জিতে। শেষ ম্যাচে বাংলাদেশের বড় সংগ্রহ পাওয়ার পেছনে রয়েছে সকলের সম্মিলিত অবদান। ওপেনার তানজিদ হাসান তামিম ব্যতীত আর কেউই ফিফটি পেরুতে পারেননি। তবু দলের সংগ্রহ পৌঁছেছে ৩১৬ রানে। দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ মাত্র ৫৯ বলে ১১ চার ও ২ ছয়ে করেন ৭১ রান। আর কেউ ফিফটি না পেলেও ৪৮ রানে আটকেছেন তিনজন। তানজিদের উদ্বোধনী সঙ্গী পারভেজ হোসেন ইমন ৫৫ বলে ৪৮, মিডলঅর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন ৬৯ বলে ৪৮ এবং অভিষেক দাস ৩৬ বলে করেন ৪৮ রান। এ চারজনের ব্যাটে ভর করে রেকর্ডগড়া সংগ্রহ পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের সামনে বড় লক্ষ্য দিয়ে বল হাতে শুরুতেই টাইগার জুনিয়রদের উইকেট এনে দেন শরিফুল। প্রথম বলেই তানজিদ হাসান তামিমের ক্যাচে এ পেসার ফেরান হোয়াইটকে। ৭ম ওভারে আবার আঘাত হানেন শরিফুল। ১৮ রান করা অপর ওপেনার পোমারে ক্যাচ দেন আকবর আলিকে। ৯ম ওভারে নিজের তৃতীয় শিকার তুলে নেন শরিফুল। ৬ রান করে ক্লার্ক ফেরেন আকবর আলিকে ক্যাচ দিয়ে। চতুর্থ উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন লেলম্যান ও অধিনায়ক তাশকফ। মারমুখী লেলম্যানকে ফিরিয়ে স্বস্তি ফেরান তানজিম হাসান সাকিব। ৪৬ বলে ৭ চার ও ২ ছয়ে ৫৬ রান করেন লেলম্যান। তার বিদায়ের পর তাশকফকেও দ্রুত ফেরায় জুনিয়র টাইগাররা। ৪২ বলে ৪ চারে ৩৯ রান করে অভিষেক দাসের বলে এলবিডব্লিউ হন তিনি। জমে উঠছিল ম্যাকেঞ্জি ও সান্ডের ৭ম উইকেট জুটি। শেষ পর্যন্ত তাদের ৫৭ রানের জুটি ভাঙে ৪৭ রান করা ম্যাকেঞ্জিকে রাকিবুল হাসান ফেরালে। শেষমেশ ৪৩.৪ ওভারে ২৪৩ রান করে অলআউট হয় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। যুবাদের ওয়ানডে ক্রিকেটে এটিই শরিফুলের প্রথম ৫ উইকেট শিকার। এছাড়া ২ উইকেট নেন রাকিবুল হাসান।

মন্তব্য ( ০)





  • company_logo