• খেলাধুলা

লিগের প্রথম সেঞ্চুরি ইমরুলের ব্যাটে!

  • খেলাধুলা
  • ১৩ অক্টোবর, ২০১৯ ১৩:৫৫:৫৭

স্পোর্টস ডেস্ক: প্রথম রাউন্ডের তিন দিনেও মেলেনি কোনো সেঞ্চুরির দেখা। বৃষ্টিবিঘ্নিত এ রাউন্ডে ব্যক্তিগত ফিফটি পেরিয়েছেন অনেকেই। দুই ইনিংসেই ফিফটি করেছেন ঢাকা বিভাগের তাইবুর পারভেজ, দুইবারই থেমেছেন ৮৮ রানে। কিন্তু সেঞ্চুরি করতে পারছিলেন না কেউই। অবশেষে একদম শেষদিনে এসে তিন অঙ্কের ঘরে পৌঁছলেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস। খুলনা বিভাগের হয়ে খেলতে নেমে রংপুরের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৮তম সেঞ্চুরিটি তুলে নিয়েছেন ইমরুল। এখনও খেলছেন নিজের ও দলের ইনিংস বড় করার মিশনে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৭১ রান করেছে খুলনা। এরই মধ্যে লিড দাঁড়িয়েছে ১৪৪ রানে। ব্যক্তিগত ১৩৫ রান নিয়ে ব্যাট করছেন ইমরুল। নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছিল রংপুর। আগেরদিনই দুই ওপেনারের ফিফটিতে ভর করে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গিয়েছিল খুলনা। আজ সকালে ৩ উইকেটে ১৯২ রানে খেলতে নামেন ইমরুল ও সৌম্য সরকার। চতুর্থ উইকেটে এ দুজন যোগ করেন ৬৩ রান। সৌম্য সরকার ভালোকিছু আশা জাগিয়েও আউট হয়ে যান ৩৬ রান করে। তবে একপ্রান্ত আগলে রাখেন ইমরুল। অপরপ্রান্তে কেউ তাকে সঙ্গ না দিলেও, একার কাঁধে দায়িত্ব তুলে নিয়ে সেঞ্চুরি পূরণ করেন ইমরুল। নাসির হোসেনের বলে চার মেরে ১৮৩ বলে সেঞ্চুরি করেন তিনি। এখনও পর্যন্ত ২১৬ বলে ১৪ চার ও ২ ছয়ের মারে ১৩৫ রানে অপরাজিত রয়েছেন তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo