• খেলাধুলা

ইকুয়েডরকে ৬ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

  • খেলাধুলা
  • ১৪ অক্টোবর, ২০১৯ ১০:৫৭:০২

স্পোর্টস ডেস্ক: ছিলেন না লিওনেল মেসি। পাওলো দিবালা ছাড়া একাদশে ছিল না বড় কোনো নাম। পুরোপুরি তারুণ্য নির্ভর সেই দল নিয়েই ইকুয়েডরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অসাধারণ জয় পেয়েছে আর্জেন্টিনা। গুণে গুণে ইকুয়েডরের জালে ছয় গোল দিয়েছে আকাশী-নীলরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল স্কালোনির তরুণ দলটি জিতেছে ৬-১ ব্যবধানে। রোববার এস্তাদিও ম্যানুয়েল মার্তিনেজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ইকুয়েডরের ওপর আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা। খেলার ২০ মিনিটের মাথায় মার্কোস অ্যাকুয়ানার পাস থেকে স্কালোনির দলকে এগিয়ে দেন লুকাস আলারিও। ২৭ মিনিটে নিজেদের ভুলে দ্বিতীয়বার পিছিয়ে পড়ে ইকুয়েডর। হায়রো স্প্রিনোজা বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন। ৩২ মিনিটে পেনাল্টি পায় স্কালোনির দল। লিয়ান্দ্রো পেরেদেস স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে অ্যাঙ্গেল মিনা এক গোল শোধ দিলেও আর্জেন্টিনার গোলবন্যা থামাতে পারেনি ইকুয়েডর। ৬৬ মিনিটে আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোল করেন জার্মান পেজ্জেল্লা। ৮২ মিনিটে আবারও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ব্যবধান বাড়িয়ে দেন নিকোলাস ডমিঙ্গোয়েজ। এর চার মিনিট পর ইকুয়েডরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লুকাস ওকোম্পাস। এই জয়ে সবশেষ তিন ম্যাচে নিজেদের অপরাজিত রাখল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মন্তব্য ( ০)





  • company_logo