• খেলাধুলা

দলে থাকা না থাকার দায়িত্ব নির্বাচকদের ওপর: ইমরুল কায়েস

  • খেলাধুলা
  • ১৪ অক্টোবর, ২০১৯ ১৩:৪৮:২৪

স্পোর্টস ডেস্ক: খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এনসিএলের এবারের আসরের প্রথম ডাবল সেঞ্চুরি। সামনের ম্যাচগুলোতেও ধরে রাখতে চান নিজের ফর্ম। এনসিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা তিনে থাকার স্বপ্ন ইমরুল কায়েসের। ২০১৪ সালের পর আবারো দেখা পেলেন প্রথম শ্রেণির ক্রিকেট দ্বিশতকের। ৩১৯ বলে অপরাজিত থাকেন ২০২ রানে। ম্যাচে ১৯ চার আর ছক্কা হাঁকিয়েছেন ৬টা। জাতীয় লিগের পারফর্মেন্স নিয়ে ইমরুল কায়েস বলেন, “আমি জাতীয় ক্রিকেট লিগ নিয়ে অনেক সিরিয়াস। এখান থেকে অনেক কিছু করার আছে। নিজে রান করলে এর থেকে খুশি আর কেউ হন না। সেই জন্যই চেষ্টা করে যাচ্ছি।” ইমরুল কায়েস আরো বলেন, আমি ভালো খেললে সিরিজে থাকবো। না খেললে বাদ পড়বো সেই চিন্তা অনেক আগেই বাদ দিয়েছি। আমি চেষ্টা করি, যেখানে খেলি না কেন, আমি ভালো খেলবো। দলে থাকা না থাকার দায়িত্ব তুলে রাখলেন নির্বাচকদের ওপর। জাতীয় দলের অভাগা ক্রিকেটারের যদি তালিকা করা হয়, তবে সবার ওপরে থাকবে ইমরুল কায়েসের নাম। প্রায় ১১ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে,কখনই ছিলেন না দলের অটোমেটিক চয়েস। সামনে ভারত সফর। এমন ফর্মের পরেও তাইতো আশাবাদী নন ইমরুল।

মন্তব্য ( ০)





  • company_logo