• খেলাধুলা

যেখানে মিলবে বাংলাদেশ-আফগানিস্তান ফাইনালের টিকিট

  • খেলাধুলা
  • ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ১২:০১:২৭

ফাইনালের বাকি আর মাত্র ১দিন। এদিন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের দিকে তাকিয়ে থাকবে ক্রিকেটবিশ্ব। কারণ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে বেশ দাপট দেখাচ্ছে আফগানিস্তান। টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড করেছে তারা। রশিদ খান, মুজিবের ঘূর্ণিবলে কুপকাত হচ্ছে বিপক্ষ শক্তিরা। র‌্যাংকিংয়ে বাংলাদেশ থেকে তিন ধাপ এগিয়ে রয়েছে আফগানিস্তান। যে কারণে গত ম্যাচের মতো ফাইনালেও সাকিব-আফিফরা ফর্মে থাকেন কিনা সে চিন্তায় ডুবে আছে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা। ম্যাচটিকে ঘিরে বেশ কৌতূহলী টাইগার সমর্থকরা। এদিকে গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন আফগান অধিনায়ক রশিদ খান। শনিবার ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে পা খুঁড়িয়েই ১৪ ও ১৬তম ওভারে বোলিং করতে দেখা গেছে রশিদ খানকে। ঠিকভাবে দৌড়ে এসে বল করতে পারছিলেন না তিনি। শুধু কাঁধ-কব্জির জোরে বল করছিলেন। তবে রশিদ খানের চোট গুরুতর নয় বলে জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট দলের ম্যানেজার নাজিম জার আব্দুল রহিম জাই। ফাইনালের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী তিনি। মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালের টিকিট পাওয়া যাবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত আটটি গ্যালারির টিকিট বিক্রি হবে। দাম ধরা হয়েছে ১০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত। বিসিবি হসপিটালিটি লাউঞ্জ ২০০০ টাকা, গ্র্যান্ডস্ট্যান্ড ১০০০, ভিআইপিস্ট্যান্ড ৫০০, শহীদ জুয়েলস্ট্যান্ড ৩০০, শহীদ মোস্তাকস্ট্যান্ড ৩০০, সাউদার্নস্ট্যান্ড ১৫০, নর্দার্নস্ট্যান্ড ১৫০ এবং ইস্টার্নস্ট্যান্ড পাওয়া যাবে ১০০ টাকায়।

মন্তব্য ( ০)





  • company_logo