• খেলাধুলা

‘আফিফ চাইলে সিপিএল খেলতে পারবে’

  • খেলাধুলা
  • ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৫৮:৪১

তারও অফার ছিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার। কিন্তু তখন বিসিবি আফিফ হোসেন ধ্রুবকে সে অনুমতি দেয়নি। কারণ হিসেবে বলা হয়েছিল, আফিফের এইচপি ও ইমার্জিংয়ের খেলা আছে তাই। কিন্তু পরে বোঝা গেল, আসলে আাফিফ হোসেন ধ্রুবকে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজ খেলানো হবে। এবং অনূর্ধ্ব-২৩ দলের সাথে ভারতেও পাঠানো হবে। তাই তাকে সিপিএল খেলার অনুমতি দেয়নি বোর্ড। অবশ্যই আফিফের তা নিয়ে তেমন কোন মাথাব্যথাও ছিল না। বিদেশি লিগে খেলে বাড়তি আয়ের চেয়ে বাংলাদেশ দলে নিজের ক্যারিয়ার গড়ার দিকেই বেশি মনোযোগ এই অলরাউন্ডারের। ১৩ সেপ্টেম্বর শেরে বাংলায় জিম্বাবুয়ের সাথে ম্যাচ জয়ের পর প্রচার মাধ্যমের সাথে আলাপে আফিফ সোজা বলে দেন, ‘সিপিএল খেলতে পারিনি বলে আমার কোন অতৃপ্তি, অপ্রাপ্তি নেই। দুঃখবোধও নেই। আমি বরং নিজের ক্যারিয়ার গড়ায় আগ্রহী।’ এদিকে এখন আবার বোর্ড আফিফকে সিপিএল খেলার অনুমতি দিতে চায়। মঙ্গলবার বিকেলে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস প্রধান আকরাম খান জানিয়েছেন, ‘সিপিএল কর্তৃপক্ষ চাইলে এখন আমরা আফিফকে অনুমতি দেব। তারা চাইলে আফিফ সিপিএল খেলতে পারবে।’

মন্তব্য ( ০)





  • company_logo