• খেলাধুলা

বৃষ্টি বাগড়া ফাইনালে, টস পেছাচ্ছে

  • খেলাধুলা
  • ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:১১:২১

বাংলাদেশ-আফগানিস্তানের ক্রিকেটে বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না। চট্টগ্রামের টেস্ট ম্যাচ থেকে পিছু নেওয়া শরতের বৃষ্টি এখন শঙ্কায় ফেলেছে চলতি সিরিজের শেষ ম্যাচেও। আজ মঙ্গলবারের ফাইনাল ম্যাচের আগে হঠাৎ বৃষ্টি এসে হাজির হয়েছে। ফাইনাল ম্যাচের টস হওয়ার কথা সন্ধ্যা ৬টায়। আকাশে মেঘ এবং গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে নিশ্চিত হওয়া গেল নির্ধারিত সময়ে টস হচ্ছে না। ম্যাচও নির্ধারিত সময় শুরু হচ্ছে না-তাও পরিষ্কার। বিকেলেই মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একটু আগেভাগে অনুশীলনে আসে বাংলাদেশ দল। মুশফিক রহিম সবার আগে ব্যাট নিয়ে অনুশীলনে নেমে পড়েন। আফগানিস্তান দল তখনো মাঠে এসে পৌঁছায়নি। কিন্তু মুশফিক বেশি সময় মাঠে থাকতে পারলেন না। বৃষ্টির তোড় এতই বাড়ল যে অনুশীলন ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যেতে বাধ্য হলেন মুশফিকসহ বাংলাদেশের বাকি ক্রিকেটাররা। আফগানিস্তান দল ড্রেসিংরুমে বন্দি হয়ে সময় কাটাচ্ছিল। গ্যালারিতে আগেভাগে যে দর্শকরা এসে হাজির হয়েছিলেন, তারা পড়লেন সবচেয়ে বেশি দুর্ভোগে! খোলা আকাশের নিচে ভেজা ছাড়া তাদের আর উপায় রইল না।

মন্তব্য ( ০)





  • company_logo