• খেলাধুলা

ম্যাচ শুরুর শেষ সময় রাত ৯টা ৪০ মিনিট!

  • খেলাধুলা
  • ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৪৭:০৪

একটু পর পর বৃষ্টি যেন ফাইনাল ম্যাচকে শঙ্কায় ফেলেছিল। হলোও ঠিক তাই। বৃষ্টি যে খুব জোরে এলো, তা নয়। তবে গুঁড়িগুঁড়ি যেটুকু বৃষ্টি ঝরলো সন্ধ্যার আকাশে, তাতেই ফাইনাল ম্যাচ নির্ধারিত সময় শুরু করা গেল না। মিরপুরে বাংলাদেশ ও আফগানিস্তানের টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ আদৌই শুরু করা যাবে কিনা-তা নিয়েও এখন তুমুল শঙ্কা! সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে এই ম্যাচ শুরু করা না গেলে ওভার কাটা যাবে নিশ্চিত। নিয়মটা তাই জানাচ্ছে। বৃষ্টি যেভাবে ঝরছে তাতে এটা পরিষ্কার যে ফাইনাল ম্যাচ মাঠে গড়ালেও তা হবে কার্টেল ওভারের ম্যাচ। শেষ পর্যন্ত কার্টেল ওভারের খেলা হবে কিনা- সেই আশঙ্কাও ক্রমশ জোরদার হচ্ছে! রাত ৯টা ৪০ মিনিটের মধ্যে যদি খেলা শুরু করা সম্ভব না হয়, তাহলে এই ম্যাচ বাতিল বলে গণ্য হবে। সেক্ষেত্রে ফাইনালের উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ফাইনালের অফিসিয়াল স্কোরার জানান, ফাইনাল শুরুর কাট অফ টাইম হলো ৯টা ৪০ মিনিট। এই সময়ের মধ্যে অবশ্যই খেলা শুরু করতে হবে। সেক্ষেত্রে টস করার শেষ সময় নির্ধারিত রাত ৯টা ৩০ মিনিট। ২০ ওভারের এই ম্যাচ যদি পাঁচ ওভারেরও না হয়, তাহলে ফাইনাল বাতিল বলে গণ্য হবে। আর ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ অনুষ্ঠিত করার শেষ সময় হলো ৯টা ৪০ মিনিট।

মন্তব্য ( ০)





  • company_logo