• খেলাধুলা

‘এ’ দলের খেলা দেখতে শ্রীলঙ্কায় যাচ্ছেন ডমিঙ্গো

  • খেলাধুলা
  • ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১১:০৫:২০

গতকালই শেষ হয়েছে ত্রিদেশীয় সিরিজ পর্ব। তারপর আপাতত জাতীয় দলের আর কোন খেলা নেই। জাতীয় দলের মিশন শেষ না হতেই শ্রীলঙ্কা ছুটছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর হেড কোচ রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার রাতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, আমরা দুজনই শ্রীলঙ্কা যাচ্ছি ‘এ’ দলের ম্যাচ দেখতে। হেড কোচ রাসেল ডমিঙ্গো বুধবার যাবেন। আর আমি যাব বৃহস্পতিবার।’ প্রথমে শোনা যাচ্ছিলো, প্রধান নির্বাচক আর হেড কোচ একসাথে আজই (বুধবার) যাবেন শ্রীলঙ্কা। তবে পরে নান্নু জানালেন, ‘না, আমি একদিন পরে মানে বৃহস্পতিবার যাব। আর হেড কোচ যাবেন বুধবার।’ প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর বুধবার নান্নুর জন্ম দিন। মূলত সে কারণেই একদিন দেরি করে যাওয়া। এ সম্পর্কে নান্নু বলেন, ‘আমার জন্ম দিন বুধবার। তাই আমি একদিন পরে শ্রীলঙ্কা যাব।’ প্রধান নির্বাচক আরও জানান, তারা শ্রীলঙ্কায় ‘এ’ দলের দুটি চার দিনের ম্যাচ দেখবেন। প্রথম ম্যাচটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর। কিন্তু প্রথম ম্যাচ তো শুরু হবার কথা ছিল আরও দুদিন আগে। এখন ২৮ সেপ্টেম্বর কেন? নান্নুর জবাব, ‘বৃষ্টির কারণে শ্রীলঙ্কায় প্রথম চার দিনের ম্যাচের প্রথম দুদিন ধুয়ে মুছে গেছে। আমরা লঙ্কান বোর্ডের সাথে কথা বলে ঐ ম্যাচকে ২৮ সেপ্টেম্বর থেকে নতুন করে শুরুর উদ্যোগ নিয়েছি। এখন ২৮ তারিখ থেকে চার দিনের ম্যাচ হবে। তারপর আরেকটি চার দিনের ম্যাচ হবে।’ উল্লেখ্য, এইচপি এবং জাতীয় দলের বেশ কজন পারফরমারকে ‘এ’ দলের ঐ চার দিনের ম্যাচের দলে রাখা হয়েছে। সেখানে সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ এবং এইচপির সাইফ হাসানসহ আরও কজন খেলবেন। তাদের পারফরমেন্স পাখির চোখে পরখ করতেই এবার প্রধান নির্বাচক আর হেড কোচের শ্রীলঙ্কা যাওয়া। বলার অপেক্ষা রাখেনা, ভারত সফরকে সামনে রেখেই আসলে হেড কোচ ডমিঙ্গো আর প্রধান নির্বাচকের এ তৎপরতা। আগামী নভেম্বরে টাইগারদের ভারত সফর। দুই ম্যাচের টেস্ট সিরিজ। ভারতের ইন্দোর আর কলকাতার ইডেন গার্ডেনসে হবে দুই টেস্ট। প্রথম টেস্ট ইন্দোরে। শেষ টেস্ট কলকাতার ইডেনে। সেই সিরিজের আগে জাতীয় দলের পাঁচ ছয়জন ক্রিকেটারকে খুব কাছ থেকে খুঁটিয়ে দেখতেই আসলে ‘এ’ দলের ক্রিকেটারদের পারফরমেন্স খুঁটিয়ে দেখার এ উদ্যোগ। চট্টগ্রামে আফগানিস্তানের সাথে একমাত্র টেস্টে জাতীয় দলের ব্যর্থতাই শুধু দেখেছেন নতুন হেড কোচ। এবার শ্রীলঙ্কায় ‘এ’ দলের ম্যাচ দেখতে গেলে কয়েকজনকে ভিন্ন রূপে দেখতেও পারেন। পাশাপাশি সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্তসহ এইচপির আরও কজন তরুণকে কাছ থেকে চার দিনের ম্যাচে দেখা হবে নির্বাচকদের।

মন্তব্য ( ০)





  • company_logo