• খেলাধুলা

বাংলাদেশের ৬ কিশোর সুযোগ পাচ্ছে ম্যানচেস্টার সিটিতে!

  • খেলাধুলা
  • ০৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৪৩:৪০

বাংলাদেশ থেকে ছয় জন কিশোর সুযোগ পাবে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটির ফুটবল একাডেমিতে প্রশিক্ষণের। এ সুযোগ করে দেবে বিশ্বের অন্যতম মেনস শ্যাম্পু ব্র্যান্ড ‘ক্লিয়ার মেন’। ভাগ্যবান সেই ৬ কিশোরকে খুঁজে বের করতে এ প্রতিষ্ঠানটি দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে দেশব্যাপী ‘ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ।’ আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে ২৭২ টি স্কুল নিয়ে এ প্রতিযোগিতা। যা গতবারের চেয়ে বেশি। চ্যাম্পিয়নশিপের অন্যতম পার্টনার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্লিয়ার মেন-এর সাথে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ কররে টেকনো। এছাড়াও কিট পার্টনার হিসেবে থাকছে সেইলর। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গত বছরের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এবারও এ চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে। ফুটবলের জনপ্রিয়তা আরো বাড়াতে এবং স্কুল ফুটবল টিমের নাম জাতীয় পর্যায়ে উজ্জ্বল করার জন্য তাদের এই আয়োজন। সেরা ১৬ স্কুল নিয়ে ঢাকায় হবে ফাইনাল রাউন্ড। নির্বাচিত সেরা ৩৬ ফুটবলার পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ। তাদের মধ্য থেকেই দেশ সেরা ছয় ফুটবলার বাছাই করে পাঠানো হবে ইংল্যান্ডের অন্যতম শীর্ষ ক্লাব ম্যানচেস্টার সিটির অ্যাকাডেমিতে। প্রশিক্ষণের পাশাপাশি তারা ম্যানচেস্টার সিটির হোম গ্রাউন্ড ইত্তেহাদ স্টেডিয়ামে একটি ম্যাচ দেখারও সুযোগ পাবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘এটি ফুটবলের জন্য ভালো উদ্যোগ। দেশের ফুটবল উন্নয়ন বাফুফের একার পক্ষে সম্ভব না। এই চ্যাম্পিয়নশিপ আয়োজনের উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই।’

মন্তব্য ( ০)





  • company_logo