• অপরাধ ও দুর্নীতি

তিন কোটি টাকার ধান বীজ চুরির অভিযোগে ৪ জনকে সাময়িক বরখাস্ত

  • অপরাধ ও দুর্নীতি
  • ১০ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৩৮:৩৭

ঝিনাইদহ প্রতিনিধি: তিন কোটি টাকার ধান বীজ চুরি করে পাচারের অভিযোগে ঝিনাইদহের দত্তনগর কৃষি খামারের তিন উপ-পরিচালকসহ চারজনকে শাস্তিমূলক বদলিসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিএডিসির সচিব আব্দুল লতিফ মোল্লা এক চিঠিতে সোমবার এ আদেশ দেন। বরখাস্ত কর্মকর্তারা হলেন: দত্তনগর কৃষি খামারের গোকুলনগর ইউনিটের উপ-পরিচালক তপন কুমার সাহা, করিঞ্চার উপ-পরিচালক ইন্দ্রজিৎ চন্দ্র শীল ও পাথিলা কৃষি খামারের উপ-পরিচালক আক্তারুজ্জামান তালুকদার। একইসঙ্গে, যশোর বীজ প্রক্রিয়াজাত কেন্দ্রের উপ-পরিচালক আমিন উল্লাকেও বরখাস্ত করে চিঠি দেওয়া হয়েছে। এশিয়া মহাদেশের অন্যতম বীজ উৎপাদন কেন্দ্র হিসেবে খ্যাত ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর গোকুলনগর, পাথিলা ও করিঞ্চা বীজ উৎপাদন খামার থেকে কৌশলে প্রায় ৩ কোটি টাকার ১২৯.২২ মেট্রিক টন ধান চুরি করে বিক্রির জন্য যশোর বীজ বিক্রয় কেন্দ্রে পাঠানো হলে ধরা পড়েন ওই তিন উপ-পরিচালক।

মন্তব্য ( ০)





  • company_logo