• উদ্যোক্তা খবর

“বিশ্বাসে বাংলাদেশ” এর উদ্যোগে অনুষ্ঠিত হলো মুক্তিযোদ্ধা সম্মাননা ও “৪৮-এ বাংলাদেশ”

  • উদ্যোক্তা খবর
  • ২৪ মার্চ, ২০১৯ ১৮:১৩:৫১

বাংলাদেশী তরুণদের আত্মসচেতনতা এবং কর্পোরেট জগতে উপযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ২০১৭ সালের জুন মাসে শুভ সূচনা করে “বিশ্বাসে বাংলাদেশে”। “শেকড়ের সন্ধানে” প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয়ে বাংলাদেশের গর্বিত ইতিহাস নিয়ে বিদ্যায়তনের শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির পদক্ষেপ নিয়েছে “বিশ্বাসে বাংলাদেশ”। গর্বিত বাংলাদেশী তৈরির এই কার্যক্রমের প্রথম পদক্ষেপ হিসেবে নারায়ণগঞ্জের নাজিমুদ্দিন ফকির চাঁন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার (২৩ মার্চ) মুক্তিযোদ্ধা সম্মাননা এবং “৪৮-এ বাংলাদেশ” রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বাসে বাংলাদেশ। এ আয়ােজনে “বিশ্বাসে বাংলাদেশ” এর নিবার্হী পরিচালক আবদুল্লাহ আল মারুফ, পরিচালক স্বৈতী আহসান, প্রতিষ্ঠাতা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ই বি এ এবং মালয়েশিয়ান ইন্সিটিটিউট অফ ম্যানেজমেন্টে “বিশ্বাসে বাংলাদেশ” কে ২০১৮ সালের সেরা তরুণ জাতীয়াতাবাদী উদ্যোগ হিসেবে অভিহিত করে এবং পুরস্কৃত করে।

মন্তব্য ( ০)





  • company_logo