• আন্তর্জাতিক

এবার ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে সৌদি!

  • আন্তর্জাতিক
  • ২৪ জানুয়ারী, ২০১৯ ২৩:২১:৩৮

প্রথম বারের মতো ব্যালিস্টিক মিসাইল কারখানা তৈরি করছে সৌদি আরব। ব্যালিস্টিক মিসাইল তৈরিতে পথে অনেক এগিয়ে গেছে সৌদি বলে স্যাটেলাইট থেকে পাওয়া কিছু ছবির ভিত্তিতে ধারণা করা হচ্ছে। ব্যালিস্টিক মিসাইল তৈরির তথ্যটি যদি সত্যি হয়, তাহলে আঞ্চলিক প্রতিপক্ষ ইরানের সঙ্গে যুদ্ধ লাগার আশঙ্কা বেড়ে যাবে আরও কয়েক গুণ। আর আল-ওয়াতাহর মিসাইল ঘাঁটির কাছে অবস্থিত এই কারখানাটি সৌদি আরবকে নিজের মিসাইল নিজেই তৈরির সুযোগ করে দেবে। বিশ্ব জানে সৌদি আরবের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। কিন্তু এমন একটি মিসাইল তৈরির কারখানা থাকলে সেটা অদূর ভবিষ্যতে নিশ্চয়ই এই সাম্রাজ্যকে নিউক্লিয়ার ওয়ারহেড নিক্ষেপের মতো ক্ষেপণাস্ত্র তৈরির সুযোগ করে দেবে। সুতরাং ওই সম্ভাব্য কারখানায় তৈরি ক্ষেপণাস্ত্র প্রচলিত ধরনের ক্ষেপণাস্ত্রই হবে। ওয়াশিংটন পোস্ট বিশ্লেষকদের সূত্রে জানিয়েছে, স্থাপনাটি পুরোপুরি নির্মিত নাকি নির্মাণাধীন তা ছবিগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে না। এমনকি স্থাপনাটি কার্যকর মিসাইল তৈরির যোগ্য কিনা, সেটাও পরিষ্কার নয়। এদিকে, ওয়াশিংটনে সৌদি দূতাবাসের মুখপাত্র অবশ্য মিসাইল ঘাঁটির কাছে অবস্থিত এই স্থাপনাটি আসলে কী, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি পেন্টাগন, মার্কিন পররাষ্ট্র বিভাগ এবং সিআইএ’ও এ নিয়ে কথা বলতে রাজি হয়নি।

মন্তব্য ( ০)





  • company_logo