• বিনোদন

নাদিয়া-ইমনের “গুপ্ত প্রেম”

  • বিনোদন
  • ১০ ডিসেম্বর, ২০১৮ ১৫:০২:৫২

রিমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। মা ছাড়া আপন বলতে তেমন আর কেউ নেই রিমির। বাবার রেখে যাওয়া বাড়ি তাদের একমাত্র সম্বল। রিমি ইউনিভার্সিটির ছাত্রী। পরিবারের প্রয়োজনে তাকে পড়াশুনার পাশাপাশি কিছু করতে হয়। রিমি যে এলাকাতে থাকে সেই এলাকাতেই থাকে রেজা। রেজা রিমিকে অনেক ভালোবাসে, সে কথা কোন দিন সাহস করে রিমিকে বলতে পারেনি। কিন্তু নানান ভাবে চেষ্টা করে রিমিকে তার মনের কথা বলতে। রিমি সব বুঝেও না বোঝার ভান করে থাকে। সে রেজাকে বোঝায় বেকার না ঘুরে চাকরি করতে। কেননা সে জানতো রেজা তার কথা শুনবে। রেজা রিমির পরিবারের কথা জানে, তাই সে রিমিকে ভাল একটি টিউশনি খুজে দেয়। রেজার দূর সম্পর্কের আত্মীয়ের কলেজ পড়ুয়া একমাত্র সন্তান সায়ানকে পড়াতে হবে রিমির। সায়ানদের আর্থিক আবস্থা আনেক ভাল। বাবা মা দু জনেই ব্যবসার কাজে ব্যাস্ত থাকায় সায়ানের দিকে ঠিক মত খেয়াল দিতে পারে না। ফলে সায়ান দিনে দিনে বিগড়ে যেতে থাকে। প্রথমে সে পড়তে না চাইলেও আস্তে আস্তে রিমির কথা শুনতে থাকে। রিমিও তাকে নিজের ছোট ভাইয়ের মত করে আদর ভালবাসা দিয়ে পড়াতে থাকে। এদিকে রিমি অদ্ভুত এক সমস্যায় পরে। সে খেয়াল করে প্রতিদিন কে যেন তার দরজার সামনে একঠি করে চিরকুঠ রেখে যায়। সেখানে লেখা থাকে প্রেমের কথা। একেক দিন একেক ছন্দে। কবি ও নাট্যকার শাহানাজ পারভিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুন নাট্যনির্মাতা আজাদ আল মামুন। রিমেল মাল্টিমিডিয়া প্রোডকশনের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন আবুল হোসাইন। গুপ্ত প্রেম নাটকে রিমি চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, রেজা চরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন আর সায়ান চরিত্রে অভিনয় করেছেন নবাগত মীর তুরাগ। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শেলী আহসান, আবুল হোসাইন, মীর শহিদ, আজম খান , মাইনুল হাসান ফয়সাল, সিহান রাজ্জাক সঞ্চয়, ইমাম হোসাইন রাজসহ আরো অনেকে। নাটকটির গল্পের এক পর্যায়ে দেখা যাবে, রিমিরি বাসায় চিরকুট পঠানো ব্যাক্তি একদিন চিরকুটে লিখে সে তার সাথে দেখা করবে। কোথায় কখন দেখা করবে সেটা চিরকুটে লিখে দেয়। এদিকে রিমির কথা মত রেজা চাকরি করা শুরু করে। ঐদিকে সায়ান পড়াশুনায় মনযোগী হয়ে উঠে। সে রিমির কথা ছাড়া কোন কাজ করে না। পরীক্ষায় ফার্স্ট হয়। একদিকে রিমিকে ঘিরে রেজা ও সায়ানের অন্যরকম ভাললাগার জগত, অন্যদিকে চিরকুটের রহস্য উন্মচোনকে ঘিরে এগিয়েছে “গুপ্ত প্রেম” নাটকের গল্প। একটা সময় দেখা যায় চিরকুট গুলো রেজার দেয়া ছিল না। তাহলে চিরকুট গুলো কার? জানতে হলে দেখতে হবে নাটক “গুপ্ত প্রেম”। সম্প্রতি শুটিং শেষ হওয়া নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক আজাদ আল মামুন।

মন্তব্য ( ০)





  • company_logo