• তথ্য ও প্রযুক্তি

২ মিনিটে ১০০ কোটি ডলার বিক্রি আলিবাবার

  • তথ্য ও প্রযুক্তি
  • ১২ নভেম্বর, ২০১৮ ১৭:০০:৩৩

আকর্ষণীয় মূল্যছাড় থাকায় রোববার অফার শুরুর প্রথম ২ মিনিটে ১শ' কোটি ডলারের বিক্রি হয়েছে অনলাইন টেক জায়ান্ট আলিবাবার। ১১ নভেম্বর রাত ১২ টা থেকে বিশেষ মূল্যছাড় শুরুর কারণে ৫ মিনিটে আড়াই'শ কোটি ডলারের পণ্য বিক্রি হয়েছে। যা ২০১২ সালের পুরো দিনের বিক্রির রেকর্ডও ছাড়িয়েছে। ১০ তম সিঙ্গেল ডে'কে তাই থ্যাংকস গিভিং ডে হিসেবে আখ্যা দিয়েছে আলিবাবা। দিনটিকে দেশের সংস্কৃতি এবং আনন্দ ভাগাভাগি করে নেয়ার দিন হিসেবেই দেখেন চীনারা। আজ সারাদিনও চলছে মূল্যছাড়ে পণ্যের বেচাবিক্রি।

মন্তব্য ( ০)





  • company_logo