• অর্থনীতি

আর্থিক অন্তর্ভুক্তি টেকসই উন্নয়ন অর্জনে ব্যাপক সাহায্য করেছে: ড. আতিউর রহমান

  • অর্থনীতি
  • ১৮ নভেম্বর, ২০১৮ ১০:৩৯:১৭

"বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষসমূহ অর্জনে আর্থিক অন্তর্ভুক্তি বড় ধরণের অবদান রাখছে" বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। গতকাল (১৭ নভেম্বর) রূপালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত “আর্থিক অন্তর্ভুক্তির চ্যালেঞ্জ সমূহ”র বিষয়ে এক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে এই অধিবেশনে সভাপতিত্ব করেন। ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ড. আতিউর রহমান আরও বলেন, আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের অর্জন অভাবনীয়। সে জন্যে সমাজে পিরামিডের নীচের তলার মানুষদের আয়-রোজগার বাড়ছে এবং তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ও এজেন্ট ব্যাংকিং চালু করে বাংলাদেশ আর্থিক অন্তর্ভুক্তির রোল মডেলে পরিণত হয়েছে। তাই এই পথেই আমাদের হাঁটতে হবে এবং বাংলাদেশের বিস্ময়কর অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন অভিযাত্রা সচল রাখতে হবে।

মন্তব্য ( ০)





  • company_logo