• সমগ্র বাংলা

শ্রীপুরে সাব রেজিস্ট্রি অফিসের কর্মচারী ও নকলনবীশদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা
  • ০৯ মে, ২০২৪ ১৮:৫২:৪৬

ছবিঃ সিএনআই

শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত সকল কর্মচারী ও নকলনবীশদের দক্ষতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল থেকে উপজেলার শ্রীপুর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

শ্রীপুর সাব-রেজিস্টার উসমান গণী মন্ডল এর সভাপতিত্বে  এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার। এসময় আরো উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা সাব-রেজিস্টার নাজির আহম্মেদ রিপন, কালিগঞ্জ উপজেলা সাব-রেজিস্টার জাহিদুর রহমান, শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন, মহোরার জোসনা বেগম, মহোরার দুলালসহ শ্রীপুর সাবরেজিস্টার অফিসের কর্মকর্তা কর্মচারীরা।

মন্তব্য ( ০)





  • company_logo