• অপরাধ ও দুর্নীতি

২ এপিবিএন এর অভিযানে ট্রাকসহ গাছ উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি
  • ২২ এপ্রিল, ২০২৪ ১৬:২৫:৫৬

ছবিঃ সিএনআই



ময়মনসিংহ প্রতিনিধি: ২আর্মড পুলিশ ব্যটালিয়ান (২ এপিবিএন), ময়মনসিংহের মেঘলা, বান্দরবানের  অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর  নির্দেশে  ২১ এপ্রিল ২০২৪  তারিখ রাত ৮টার সময় বান্দরবান জেলার সদর থানাধীন, সদর ইউপির ০৫নং ওয়ার্ডস্থ রেইচা ঘোনাপাড়াই ইব্রাহিমের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে।

একটি হলুদ-সবুজ রংয়ের ট্রাক, যার রেজিঃ নং- বগুড়া-ড-১১-০৪০৫, ইঞ্জিন নং-৪ঐএ১, চেসিস নং- ঘকজ৬৬ঊ-৭৫১১৪৫৪, সহ আকাশমনি গোল কাঠ ৩৮ টুকরো, যা ৬৭.৭৪ ঘনফুট, গুটগুটিয়া গোল কাঠ ৪ টুকরো, যা ৬.০১ ঘনফুট, গামারি গোল কাঠ ২৭ টুকরো, যা ৪২.৯২ ঘনফুট, সর্বমোট ৬৯ টুকরো সর্বমোট ১১৬.৬৭ ঘনফুট কাঠ, যার সর্বমোট মূল্য- ৮০,১৯৬ (আশি হাজার একশত ছিয়ানব্বই) টাকা, যা উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে উদ্ধার করে  পরবর্তীতে বান্দরবান বন বিভাগের সুয়ালক ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবীর এর নিকট হস্তান্তর করে।

মন্তব্য ( ০)





  • company_logo