• অপরাধ ও দুর্নীতি

চট্টগ্রামে ভ্রাম্যমান আদালতে মোটরযানকে ৫১ হাজার টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ২০ এপ্রিল, ২০২৪ ২২:১৫:২৮

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ ঢাকা –চট্টগ্রাম মহাসড়ক ও চট্টগ্রামের কর্নফুলী থানার আওতাধীন মইজ্যারটেক এলাকায় চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে ভ্রাম্যমান অভিযানে মোটরযানকে ১৭ মামলায় ৫১ হাজার টাকা জরিমানা করেছে বি,আর,টি এ ভ্রাম্যমান আদালত।

জানা যায়, আজ শনিবার ২০ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মইজ্যারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ২টি ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিশকাতুল তামান্না ও কর্নফুলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।

এ সময় বি আর টি এর চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো: ইকবাল ও বি আর টি এ চট্ট-মেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক মো:শাহাদত হোসেন চেীধুরী উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, কর্নফুলী থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ।

ভ্রাম্যমান আদালত রেজিষ্টেশন না থাকায় ৩টি ট্রাক ও ১টি বাস কে পরিত্যাক্ত ঘোষনা করেন।

তাছাড়া লাইসেন্স না থাকা ও ফিটনেসবিহীন ও বিভিন্ন অনিয়মের দায়ে ১৭টি মামলা করেন। এসব যানবাহনকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া রেজিষ্ট্রেশন বিহীন ৩টি মোটর সাইকেল কে ভ্যাম্পিয়ে নেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি)পিযুষ কুমার বলেন,জনস্বার্থে এধরনের অভিযান
অব্যাহত থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo