• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

২ এপিবিএন এর চুরি হওয়া মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার 

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ১৫ এপ্রিল, ২০২৪ ২০:২২:২৪

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধিঃ ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয় এর নির্দেশে দেশের বিভিন্ন থানার হারানো মোবাইল ও বিকাশে ভুলক্রমে চলে যাওয়া

 টাকার জিডির কপি সংগ্রহ করে এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম সর্বমোট ৫০ টি মোবাইল ফোন এবং বিকাশ নম্বর হতে টাকা প্রেরণ করার সময় ভুলক্রমে অন্য নম্বরে চলে যাওয়া

৯৭,২৪০/- (সাতানব্বই হাজার দুইশত চল্লিশ)  টাকা ২ এপিবিএন মেঘলা, বান্দরবান সাইবার ক্রাইম সেল উক্ত নম্বরসমূহের পরিচয় সনাক্ত করে  উদ্ধার করে, পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)  আলী আহমদ খান'র নিকট হতে আজ ১৫ এপ্রিল ২০২৪ তারিখে বিভিন্ন ব্র্রান্ডের ৫০ টি মোবাইল ফোন, অনলাইন ব্যাংকিংয়ে চলে যাওয়া ৯৭,২৪০/- টাকা প্রকৃত মালিকগণকে ফরিয়ে দেয়া হয়। 

এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স) জনাব মোঃ আবদুল করিম, পুলিশ পরিদর্শক (নিঃ) এ এস এম সামছুদ্দিন, ক্যাম্প ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জনাব মোঃ আনতাজ আলী,  অপারেশন শাখার ইনচার্জ এসআই মোঃ জামাল হোসেন এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই রবিউল করিম সিকদার ও এএসআই কামরুল হাসান এবং ইন্টেলিজেন্স উইং এর ইনচার্জ এএসআই নুর আলম।

মন্তব্য ( ০)





  • company_logo