• প্রশাসন
  • লিড নিউজ

দিনাজপুর সীমান্তে বিএসএফের সাথে বিজিবির পতাকা বৈঠক

  • প্রশাসন
  • লিড নিউজ
  • ১৭ ডিসেম্বর, ২০২৩ ১৪:০১:০৫

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধিঃ সীমান্তে নিরীহ মানুষ হত্যা, নারী শিশু পাচার বন্ধ, চোরাচালান, মাদক পাচারসহ অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের লক্ষ্যে দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে সেক্টর কমান্ডার পর্য্যায়ে পতাকা বৈঠকে করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা।

আজ রবিবার ১৭ ডিসেম্বর সকাল ১১ সাড়ে টার দিকে বিএসএফের কিশানগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ইশ উলের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল বিরলের কিশোরীগঞ্জ জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় বিএসএফ টিমকে ফুল দিয়ে বরণ করেন বিজিবি'র কর্মকর্তারা। 

দুই ঘণ্টাব্যাপী বৈঠকে বিজিবি'র দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল রাশেদ আসগর এবং ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিএসএফের কিশানগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ইশ উলসহ অন্যান্যরা অংশ নেন।

বৈঠক শেষে বিজিবি'র সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর সাংবাদিকদের বলেন, সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার, কাঁটা তারের বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করতে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। 

তিনি আরো বলেন, এ ধরনের বৈঠকের মাধ্যমে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন তারা। প্রতিনিয়তই কখনো বাংলাদেশে আবার কখনো ভারতীয় অংশে সীমান্ত বৈঠকে মিলিত হয়ে থাকেন তারা। এতে সৌহার্দ্য-সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে।

মন্তব্য ( ০)





  • company_logo