• সমগ্র বাংলা

গোপালপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

  • সমগ্র বাংলা
  • ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৭:১০:৫৯

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার শ্রদ্ধা কামনায় দোয়া করা হয়। পরে  উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলাচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মীর রেজাউল হক, সহকারি কমিশনার (ভূমি), নাজমূল হোসাইন, ওসি জিয়াউল মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার শরীফ আব্দুল বাছদ।

আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমন. প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, রাধারাণী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জবার প্রমুখ।বক্তারা উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামের গণহত্যা স্থলে স্মৃতিসৌধ নির্মাণ এবং সকল বধ্যভূমি সংরক্ষণের দাবি জানান।

মন্তব্য ( ০)





  • company_logo