• সমগ্র বাংলা

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • সমগ্র বাংলা
  • ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৫:৪৭:৪১

ছবিঃ সিএনআই

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধিঃ কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ মিনার, ৭১'র গণকবর স্মৃতিস্তম্ভ, বঙ্গবন্ধুর ম্যুরাল ও শেখ রাসেল চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাঞ্জলি জানান। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।

সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা। ফিরোজ আলম মন্ডলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ডি ফয়জার রহমান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা স.ম আল মামুন সবুজ, পার্থ সারথি সরকার প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo