• আন্তর্জাতিক
  • লিড নিউজ

ইমরানের আবেদন খারিজ

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২৫ অক্টোবর, ২০২৩ ১২:০৬:১৩

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গোপন তারবার্তা ফাঁসের মামলার বিচারিক কার্যক্রম কারাগারে পরিচালনা করা হচ্ছে। কারাগারে বিচারকাজ চালানোর বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছিলেন তিনি। মঙ্গলবার বিচারপতি মিনাগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক শুনানি শেষে ইমরানের আপিল খারিজ করে দিয়েছেন। 

আবেদন খারিজ করে দিয়ে আদালত বলেন, ইমরানের নিরাপত্তার জন্যই কারাগারে বিচার পরিচালনা করা হবে। খবর জিও নিউজ। গত আগস্টে কূটনৈতিক তথ্য অপব্যবহারের অভিযোগ আনা হয় ইমরান খান ও পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধে। পরে ইমরানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ইমরান ও কুরেশি কারাগারে বন্দি।

গত বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হন। একটি কূটনৈতিক তারবার্তার বরাতে তিনি তখন দাবি করেছিলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ ও পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্র করেছিল।

মন্তব্য ( ০)





  • company_logo