• আন্তর্জাতিক
  • লিড নিউজ

গাজায় হামাস ইসরাইলি বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২৩ অক্টোবর, ২০২৩ ২২:৪৯:৫৭

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: গাজার ভেতরে ঢুকে পড়েছে ইসরাইলি সেনারা। হামাস বলছে, অঞ্চলটিতে ইসরাইলি বাহিনীর সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ শুরু হয়েছে। খবর আল-জাজিরা, রয়টার্স। এর আগে গাজায় স্থল অভিযান শুরু করার কথা জানিয়েছিল ইসরাইল। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় স্থলপথে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে ইসরাইলের একদল সেনা।

এ সময় হামাসের যোদ্ধাদের হামলায় এক ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছে। এ ছাড়া আহত হয়েছে তিনজন। হামাসযোদ্ধারা দাবি করেছে-এ সময় ইসরাইলের একটি ট্যাংক ধ্বংস করে দেওয়া হয়েছে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। ইসরাইলি সামরিক বাহিনী আরো বলেছে, গাজার খান ইউনিস এলাকায় হামাসের হাতে থাকা বন্দিদের অবস্থান শনাক্ত এবং ‘সন্ত্রাসীদের’ অবকাঠামোগুলো গুঁড়িয়ে দিতে এ অভিযান চালানো হয়েছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বিমান হামলায় ৪৩৬ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই সংকীর্ণ, ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকার দক্ষিণের বাসিন্দা। দুই সপ্তাহের ইসরাইলি হামলায় অন্তত ৫ হাজার ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ২ হাজার ৫৫ জন শিশু রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo