• আন্তর্জাতিক
  • লিড নিউজ

৪ বছরের স্বেচ্ছা নির্বাসনের ইতি, দেশে ফিরলেন নওয়াজ শরিফ

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২১ অক্টোবর, ২০২৩ ১৫:৪২:০৮

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ চার বছর স্বেচ্ছা নির্বাসনে থেকে অবশেষে দেশে ফিরলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শনিবার (২১ অক্টোবর) দুপুরে তাকে বহনকারী প্লেনটি ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করে। 

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, নওয়াজকে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার আইনি সহায়তাকারী দলের সদস্য ও সাবেক আইনমন্ত্রী সিনেটর আজম তাতার এবং তার রাজনৈতিক দলের নেতারা। 

এর আগে ২০১৮ সালে নওয়াজ শরীফকে দুর্নীতির দায়ে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়। সর্বশেষ পাকিস্তানে কারাগারে তিনি সাজা ভোগ করছিলেন। কিন্তু পরে অসুস্থ হয়ে পড়ায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এবং ২০১৯ সালের নভেম্বরে চিকিৎসার জন্য আদালত তাকে যুক্তরাজ্য যাওয়ার অনুমতি দেয় এবং এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন চলে যান। তারপর থেকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে লন্ডনে স্বেচ্ছানির্বাসনে ছিলেন তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo